তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তানোরে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। তবে সরিষার ভরা মৌসুমে হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দেয়ায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। কিন্ত্ত কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে পাচ্ছে না কৃষকেরা। ফলে কোনো কৃষি পরামর্শ ছাড়াই অনুমান নির্ভর হয়ে কৃষকেরা প্রতিকারের আশায় বিভিন্ন কোম্পানির কীটনাশক স্প্রে করেও প্রতিকার পাচ্ছে না।এতে ফলন হানীর আশঙ্কায় কৃষকেরা শঙ্কিত হয়ে পড়েছে।
উপজেলার কামারগাঁ ইউনিয়নের(ইউপি) ধানুরা ও চকপ্রভুরাম মাঠে সরিষাখেতে পোকার আক্রমণ বেশী বলে কৃষকেরা জানান। সরেজমিন দেখা যায়, এরশাদ আলী নামের এক কৃষক সকাল থেকে তার প্রায় ৪ বিঘা জমির সরিষাখেতে কীটনাশক বিষ স্প্রে করছেন। অল্প কিছুদিনের মধ্যই সরিষা উঠার কথা।কিন্ত্ত শেষ মুহুর্তে পোকার আক্রমণ দেখা দেয়ায় ফলন নিয়ে তিনি শঙ্কিত হয়ে পড়েছেন।
জানা গেছে, বোরো চাষের জন্য যারা আগাম সরিষা চাষ করেছেন তারা সরিষা তুলে সেই জমিতে বোরো রোপণ শুরু করছেন। দেরিতে যারা সরিষা চাষ করেছেন তাদের গুলো পাক ধরতে শুরু করেছে। দু’এক সপ্তাহের মধ্যে সরিষা তুলে সেই জমিতে বোরো রোপণ করতে পারবেন। কিন্তু শেষ মুহুর্তে
হঠাৎ করে সরিষা গাছে পোকার আক্রমণে তারা চিন্তিত। কৃষক মতিউর জানান, তিনি ২বিঘা জমি বর্গা নিয়ে সরিষা চাষ করেছেন। সরিষাও হয়েছে ভালো। ফলনও ভালো হবে বলে আশা করছেন তিনি। সরিষা গাছে যেনো পোকা আক্রমণ করে সরিষা নষ্ট করতে না পারে সেজন্য প্রতিদিন সরিষা গাছে কীটনাশক বিষ স্প্রে করছেন।এব্যাপারে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, এবার সরিষা চাষ করে কৃষকেরা ভালো ফলন ও দামও ভালো পাচ্ছেন। তবে যারা বিলম্ব করে সরিষা চাষ করেছেন তাদের সরিষা গাছে পোকার আক্রমণ হতে পারে। নিয়মিত কীটনাশক স্প্রে করলে পোকা আক্রমণ করতে পারবে না।