এইচ.এম.আল-আমিন, স্টাফ রিপোর্টার -ঃ- কথার লড়াইয়ে সরগরম ছিল এসিএল-১১ এর চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগের ক’টা দিন। নিলয় জোনায়েদের অপূর্ব আদর্শের ব্যাটিং নাকি আসিফের নক্ষত্রের বোলিং, কারা করবে ডোমিনেট? শেষ পর্যন্ত আসিফ জুনিয়রের আদর্শ নক্ষত্রের বোলিং তোপে পড়ে ৭৭ রানের করুণ পরাজয় বরণ করতে হয়েছে অপূর্ব আদর্শকে।
টসঃ আদর্শ নক্ষত্র (ব্যাটিং)
আদর্শ নক্ষত্রঃ ১২৩/অলআউট (১৪/১৬ ওভার)
সিমান ৪৪, ফরহাদ ২০, নাঈম ১৮
রাশেদ ৪/২৬, জাফর ৩/৩০
অপূর্ব আদর্শঃ ৪৬/অলআউট (৭/১৬ ওভার)
উজ্জ্বল ১২, তারেক ১০
ফয়সাল ৪/৯, সিমান ৩/১২
আদর্শ নক্ষত্র ৭৭ রানে জয়ী।
ম্যান অব দ্যা ফাইনালঃ আমিনুল ইসলাম সিমান
এক নজরে এসিএল-১১, সেশান ২০২২-২০২৩
দলঃ ৬টি, প্লেয়ারঃ ৮৪ জন।
উদ্বোধনঃ ৬ জানুয়ারি ২০২৩, সমাপনীঃ ২৮ জানুয়ারি’২৩
ম্যান অব দ্যা টুর্নামেন্টঃ
আসিফ জুনিয়র (১৪৬ রান, ২২ উইকেট)
নিলয় জোনায়েদ ১৮৬ রান, আসিফ জুনিয়র ২২ উইকেট, নিলয় জোনায়েদ ২৫টি, একক সর্বোচ্চ ইনিংসঃ তামিম বিন সায়েফ, ৮০ বেস্ট বোলিং ফিগারঃ মোঃ ফয়সাল ৫/২২ ইমার্জিং প্লেয়ারঃ মোঃ রিজভী, ফেয়ার প্লেয়ারঃ রিফাত বাবু
ট্র্যাজিক হিরোঃ নিলয় জোনায়েদ
আম্পায়ারঃ নুরনবী জুয়েল, পারভেজ হোশেন শান্ত, কামরুল ইসলাম ও মাহবুবুল আলম তারেক৷
স্কোরারঃ ইশতিয়াক ওয়াফি ও মোঃ ইশান
কমেন্টেটরঃ মহিবুল আলম তানিম
স্বেচ্ছাসেবকঃ মোঃ রাজিব ও মোঃ জিহান।
ফাইনাল ম্যাচ শেষে প্রেজেন্টেশানে অতিথি ছিলেন, মাওলানা জহির উদ্দিন, আলহাজ্ব নাজিম উদ্দিন, এ ইউ নুরুল মাসুম, জাবের উদ্দিন আরজু, মোহ গিয়াস উদ্দিন, মোসলেহ উদ্দিন মাস্টার ও মোঃ নাজিম উদ্দিন।
ফাইনাল ম্যাচ পরিদর্শনে আসেন ডাঃ মোঃ ফরিদ উদ্দিন
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ নেছার হায়দার।