ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২ জন ব্রাহ্মণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরস্বতী পূজা উপলক্ষে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শুক্রবার রাতে অরুণ সংঘ নামে একটি সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুণ সংঘের উপদেষ্টা হিরালাল সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, অরুণ সংঘের উপদেষ্টা রসিক লাল সাহা, ব্রাহ্মণদের পক্ষে অলক কুমার চক্রবর্তী, অসীম পাল, বিশ্বজিৎ পাল বাবু প্রমুখ। আলোচনাকালে বক্তারা এমন আয়োজনের প্রশংসা করেন। ব্রাহ্মণদেরকে ডেকে এনে সংবর্ধনা দেওয়ার রেওয়াজ দেশে একেবারে নেই বলেই উল্লেখ করেন বক্তারা।
ব্রাহ্মণদের মধ্যে উপস্থিত ছিলেন, ড. বিমল কুমার চক্রবর্তী, অলক কুমার চক্রবর্তী, প্রভুরঞ্জন চক্রবর্তী, প্রণব চক্রবর্তী, বিধান চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, অনিক চক্রবর্তী। সংবর্ধিত ব্রাহ্মণরাও এ উদ্যোগের প্রশংসা করেন।
পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন কন্যা বলে খ্যাত শেখ শাহরীন সুলতানা মীম সংগীত পরিবেশন করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ার শিল্পীরা মঞ্চ মাতান। রাত আটটা থেকে শুরু হয়ে ১২টা নাগাদ চলে এ অনুষ্ঠান।