1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা সভাপতি জিয়াউল হক আকন সাধারণ সম্পাদক এসএম পলাশ প্রচার সম্পাদক খান মেহেদী

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ৩১৪ ০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদ -ঃ- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রেজি: নং ০৬/২০২২ বাকেরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। ২৮ জানুয়ারি (শনিবার) ১১ টায় ভার্চুয়াল এক সভায় বরিশাল জেলা কমিটির সুপারিশে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর ৩১ সদস্য বিশিষ্ট বাকেরগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন।

ভার্চুয়ালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা।

আহমেদ আবু জাফর তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা করতে হলে কারো রক্তচক্ষুকে ভয় পাওয়া যাবে না। বিএমএসএফ অপরাধীদের কোন পদের দায়িত্বে রাখেনা। সংগঠনকে ঢেলে সাজাতে রাক্ষুসে সাংবাদিকমুক্ত বিএমএসএফ গড়ে তুলতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা লেখার সাহসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ এবং অপ-প্রচারকারীদের বিষয়ে সতর্ক থাকার থাকার আহবান জানান।

বাকেরগঞ্জ উপজেলা বিএমএসএফ’র কমিটিতে মোঃ জিয়াউল হক আকনকে (দৈনিক জনকণ্ঠ) সভাপতি, এসএম পলাশকে (বাংলা টিভি) সাধারণ সম্পাদক এবং( সময় এক্সপ্রেস নিউজ) খান মো:মেহেদী কে প্রচার সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষনা করা হয়।

এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা (দৈনিক ইত্তেফাক), অরুন দাস (বাংলাদেশ বাণী), মোঃ বশির আহম্মেদ (দেশ জনপদ), যুগ্ম সাধারনণ সম্পাদক মোঃ মহেবুল্লাহ (দেশ জনপদ), মাহফুজ খান (তালাশ), কবির গাজী (মাতৃভূমির খবর), মোঃ জহিরুল হক আকন (মাতৃজগত), দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন রিয়াজ (আলোকিত বরিশাল), সহ-দপ্তর সম্পাদক মোঃ শামীম আহম্মেদ (মানবজমিন), প্রচার সম্পাদক খান মেহেদী (সময় এক্সপ্রেস নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হাওলাদার (সংবাদ পত্র), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (ঢাকার কণ্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ (আজকের গণমত), মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা আক্তার তানিয়া (প্রাণের বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল (দি বরিশাল নিউজ), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম খান খোকন (সময় এক্সপ্রেস নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আকন (একুশে বিডি), নির্বাহী সদস্য মোঃ মাসুদ সিকদার (নয়া শতাব্দী), আহমেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), আল-আমিন মিরাজ (যুগান্তর), মোঃ দানিসুর রহমান লিমন (আমার সংবাদ), খান মোহাম্মদ সেলিম (ভোরের অঙ্গীকার), মোঃ জুয়েল তালুকদার (যুগান্তর), মোঃ জাকির জোমাদার (স্বচ্ছ টিভি), মোঃ বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি) ও উত্তম কুমার (এশিয়ান টিভি)।

বিএমএসএফ আশা করে নবগঠিত বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের আন্দোলনে দেশব্যাপী জোড়ালো ভুমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ