আলিফ হোসেন,তানোর -ঃ- গণমাধ্যমে খবর প্রকাশের পর রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের (ইউপি) বড়াল মাঠে চার ফসলি জমিতে গড়ে উঠা নিষিদ্ধ ড্রাম চিমনির অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। প্রসঙ্গত, গত ২২ জানুয়ারী রোববার একাধিক গণমাধ্যমে ‘ফসলী জমিতে অবৈধ ইট ভাটা’ শিরোনামে খবর প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।
জানা গেছে, মোহনপুর উপজেলায় অধিক মুনাফা লাভের আশায় ফসলী জমিতে অবৈধভাবে নিষিদ্ধ ড্রাম চিমনির ইটভাটা বানিয়ে বানিজ্য করার অপরাধে জরিমানা করা হয়েছে। ২৮ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার ঝালপুকুর গ্রামের পাশে বড়াল মাঠে অবস্থিত হাজী আজিজুল হক দিং এর অবৈধ ইটভাটায় ভ্রামমাণ অভিযান পরিচালনা করে জরিমানার টাকা আদায় করেন উপজেলা প্রশাসন। তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের ঝালপুকুর গ্রামের নিকটবর্তী বড়াল মাঠে কৃষি জমির উপর অবস্থিত আজিজুল হক সহ কয়েকজন সুবিধাভোগী গাছের খড়ি স্তূপ করে রেখে দিবারাত্রি তাদের নিষিদ্ধ ডাম চিমনির ইট ভাটায় পুড়িয়ে পরিবেশ নষ্ট করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগেও গত বছরের ১৩ ডিসেম্বর এই ভাটায় অভিযান করে ১০ হাজার টাকা জরিমানা করে বন্ধ রাখার নির্দেশ দিলেও আজিজুল তা অমান্য করে অবৈধ পন্থায় ইট তৈরির কাজ চলিয়ে যাচ্ছিলেন। এবার জরিমানা টাকা আদায়ের পর কঠোর ভাবে নির্দেশ দিয়ে বন্ধ রাখার ঘোষণা দিয়ে আসেন সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস। এবিষয়ে মোহনপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) পিয়াংকা দাস বলেন, ইটভাটা আইনে আজিজুলের অবৈধ ভাটার অভিযান চালিয়ে জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।