মোঃ আবু তালেব,স্টাফ রিপোর্টার -ঃ- দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের কিছু মানব দরদি মানুষ।রংপুরের গংগাচড়ার আলোমবিদিতর ইউনিয়নের পাইকান জেনেপাড়া ভাইভাই স্পর্টিং ক্লাব ও তরুন সংঘের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।এসময় ২৫০ গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতারন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃএখলাস উদ্দিন লিখন(সভাপতি, বাংলাদেশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,গংগাচড়া উপজেলা শাখা),জনাব মোঃবুলবুল আহম্মেদ (যুগ্ম সাধারণ সম্পাদক,সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, গংগাচড়া উপজেলা শাখা),জনাব মোঃওবাইদুল হক রুবেল(সাধারণ সম্পাদক,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,আলোমবিদিতর ইউনিয়ন শাখা),সহ উক্ত ক্লাবটির সকল সদস্য।