একেএম বেলাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক,চকরিয়া -ঃ- কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহি একটি লেগুনা গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ৭৬০০ পিস ইয়াবাসহ আজিজুল হক ভুট্টো (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার ১১ জানুয়ারি সকাল আনুমানিক নয়টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ডুলাহাজারা বনবিট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে ওই মাদক কারবারি ইয়াবাসহ ধরা পড়েছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব সরকার বলেন, ইয়াবাসহ আটক মাদক কারবারি আজিজুল হক ভুট্টো চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে।
তিনি বলেন, গতকাল সকালে যাত্রীবাহি একটি লেগুনা গাড়িতে করে আজিজুল হক কক্সবাজার থেকে চকরিয়া ফিরছিলেন। এসময় মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজরা বনবিটের সামনে চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম গাড়ি তল্লাশি চালিয়ে ৭৬০০ পিস ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গতকাল বিকালে আটক আজিজুল হক ভুট্টো নামের মাদক কারবারির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।