মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- পঞ্চগড়ে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতির বিষয়ক ষান্মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ও আরডিআরএস বাংলাদেশের যৌথ আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির চেয়ারম্যান ও জেলা দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার।
এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক, পঞ্চগড় সদর থানার তদন্ত কর্মকর্তা দুলাল হোসেন প্রমুখ।