রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ- রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোটের ফলাফল ঘোষণা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৬টি কেন্দ্রের ভোটের ফল জানা গেছে। এসব কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন লাঙ্গলের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা।
৬৬ কেন্দ্রে ৩৮০৭৮ ভোট পেয়ে এগিয়ে আছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান হাতপাখা প্রতীক নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন। এসব কেন্দ্রে আমিরুজ্জামানের প্রাপ্ত ভোট ১৪৩১২। এছাড়া হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৯২৬৭। আর নৌকার প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ৬৪৫৮ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন।
নির্বাচনে মেয়র পদে আরও যারা লড়ছেন তারা হলেন- জাসদের শফিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, জাকের পার্টির খোরশেদ আলম, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল ও স্বতন্ত্র মেহেদী হাসান বনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে কিছু কেন্দ্রে নিয়ম অনুযায়ী সাড়ে ৪টার আগে উপস্থিত হওয়া ভোটাররা নির্ধারিত সময় শেষেও ভোট দিয়েছেন।
নির্বাচনে মেয়র পদে নয়জন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০নং ওয়ার্ডে একজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ভোটার দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন এবং হিজড়া ভোটার একজন।