ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মঙ্গলবার ভোরে তিনটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক চালকের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কমতারা গ্রামে। দুর্ঘটনায় আরেকটি ট্রাকের চালক ও সহযোগি (হেলপার) আহত হন। দুর্ঘটনায় তিনটি ট্রাকই ক্ষতিগ্রস্থ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরিত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঢাকাগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনা কবলিত দুই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে এটি ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকাগামী ট্রাকের চালক সাইদুল ঘটনাস্থলে নিহত হয় এবং অপর ট্রাকের চালক ও হেলপার আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘন কুয়াশা ও রাতে হালকা বৃষ্টি হওয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনা কবলিত ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় একটি ট্রাকের চালক নিহত ও আরো দু’জন আহত হন বলে এ পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন।