আলিফ হোসেন, তানোর -ঃ- রাজশাহীর তানোরে হারবে শীত’ জিতবে মানবতা’ এই প্রতিপাদ্য সামনে রেখে সমাজের হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ করা হয়েছে।
জানা গেছে, গত ২৮ ডিসেম্বর মঙ্গলবার তানোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড ও মুন্ডুমালা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর দেয়া উপহার এসব শীতবস্ত্র (কম্বল-চাদর) বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আবুল বাসার সুজন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর তাছির উদ্দিন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টু, নাহিদ হাসান, শামসুজ্জাহা ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল ইসলাম, সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ। আগামিতে পর্যায়ক্রমে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের (ইউপি) ৮১টি ওয়ার্ডে সাংসদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। অন্যদিকে শীতবস্ত্র বিতরণের আগে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করা হয়। আগামিতে এমপি ওপর ফারুক চৌধুরী এবং নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মী তাদের মধ্যে বিরাজমান অতীতের সব মান-অভিমান ভুলে সকলে ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এদিকে শীতবস্ত্র পেয়ে এসব মানুষ সাংসদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।