তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ- নীলফামারীতে ভুট্টা ক্ষেত থেকে মৃত অবস্থায় এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। জানাগেছে সোমবার সন্ধায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মাপাড় শিমুলতল এলাকার পাগলাপীর-ডালিয়া সড়কের পাশে মিজানুর রহমানের গম ক্ষেত থেকে উদ্বার করেছে ওই নবজাতককে। প্রতক্ষ্যদর্শী ওই এলাকার শিরিনা বেগম জানান হাঁস খোঁজার জন্য গম ক্ষেত দিয়ে যাওয়ার পথে প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্তমাখা কাটুন চোখে পড়ে। সেই কাটুনের ভিতরে দেখতে পাই ৭/৮ মাসের এক নবজাতক। দেখার পর আমি চিৎকার করলে লোকজন ছুটে আসে এবং মনিরুজ্জামান নামে এক ছেলে বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ এসে নবজাতক শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ বিষয়ে সাব-ইন্সপ্টের (এসআই) অপূর্ব বলেন ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে নবজাতকে ছেলে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় একটি অজ্ঞাত মামলা হয়েছে।