1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৩১ ০৫ বার পঠিত

কুমিল্লা সংবাদদাতা -ঃ-নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু ও তার সন্ত্রাসী বাহিনীর আক্রমণের শিকার উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের দেওভান্ডারে গ্রামের সৈয়দ এহতেশাম হায়দার রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট ।
রুবেল সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক । চলতি ইউপি নির্বাচনে দৌলখাঁড় ইউনিয়নে স্বতন্ত্রভাবে ঢোল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন । একই গ্রামে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন খন্দকার সাইফুর রহমান বাবলু ।
সামসুদ্দিন কালু উপজেলা আওয়ামী লীগের পকেট কমিটির সভাপতি হয়ে কাজ দেখাতে গিয়ে রুবেলকে প্রার্থীতা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করতে থাকেন ।
গত সোমবার কালু তার এক আত্মীয়কে দিয়ে রুবেলের ঢোল প্রতীকের প্রচারণার মাইক ভাংচুর করান । আইনি প্রতিকারের জন্য রুবেল পরের দিন মঙ্গলবার নাঙ্গলকোট থানায় যায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আচরণ বিধির অভিযোগ দাখিল করে বের হতেই সাইফুর রহমান বাবলু’র ভগ্নিপতি দেখেই কালুকে জানান ।
কালু রুবেলকে ডেকে তাঁর গাড়িতে উঠতে নির্দেশ করেন ।
রুবেল মতিগতি খারাপ দেখে গাড়িতে উঠতে অনীহা দেখান ।
এরপর কালু তাঁর বাহিনীর প্রধান পৌর কাউন্সিলর জহিরুল্লাহ মজুমদার সুমনকে ইশারা করলে সুমন রুবেলকে ধাক্কা মেরে গাড়িতে তোলার চেষ্টা করলে শুরু হয় হাতাহাতি । কালু চেয়ারম্যানও রুবেলকে মারধর শুরু করেন ।
সৈয়দ এহতেশাম হায়দার সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং করা সৈনিক । আত্মরক্ষার চেষ্টায় । এতে সামান্য আহত হন উপজেলা চেয়ারম্যান কালু ও সুমন ।
এরপর কালু’র ড্রাইভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব এর নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার বাহিনীর হাতে রোল ( লাঠি ) দিয়ে রুবেলকে এলোপাতাড়ি পিটাতে থাকে । এতে রুবেলের বাম হাত ভেঙে চুরমার হয়ে যায় ।
রুবেল আত্মরক্ষার্থে এলোপাতাড়ি ঘুষি মারলে কালু ও সুমনের নাকমুখ ফেটে যায় ।
কালু ও তার সন্ত্রাসীরা রুবেলকে রুমে ডুকানোর অনেক চেষ্টা করেছিল ।প্রত্যক্ষদর্শীরা বলেন, যদি কোনোভাবে ডুকাতে পারতেন তাহলে রুবেলকে জানেই মেনে ফেলতেন । ঘটনার সত্যতা কেউ স্বীকার করতে না চাইলেও পুরো ঘটনা উপজেলা নির্বাহীর সিসি ক্যামেরায় ধারণ করা আছে ।
রুবেলের হাত ভেঙে চুরমার হয়েছে এলাকাবাসী সেটা নিয়ে মাতামাতি না করে বরং রুবেলকে টাইগার খ্যাতি দিচ্ছেন । কারণ, নাঙ্গলকোটের গডফাদার খ্যাত কালু’র নাকমুখ ফাটানো চাট্টিখানি কথা না ! তাই “রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট” ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ