তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ ইপিজেড এর কাজ শেষ করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরা হলো ইপিজেড কর্মী মোহাম্মদ রুবেল হোসেন (২৭) এর।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার নীলফামারীর সদর উপজেলার বাবরীঝাড়, টেসটাইল সড়কের বটতলা ফকিরডাঙ্গা নামক স্হানে যাত্রীবাহি অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টি ঘটে।
নিহত রুবেল হোসেন নীলফামারীর উত্তরা ইপিজেড এর সুনাম ধন্য দেশবন্ধু গ্রুপের গার্মেন্স একজন কর্মী ও সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নের বাবরীঝাড় গ্রামের শাহাপাড়া গ্রামের মোহাম্মদ আজিজার রহমানের ছেলে ।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে আকাশ ইসলাম নামে এক যুবক বলেন রুবেল হোসেন ইপিজেড এর কাজ শেষ করে তার স্ত্রী কে নিয়ে বাড়ি আসার পথে অটোরিকশার সাথে তার মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে রুবেল গুরুতর আহত হলে আমরা কয়েকজন মিলে তাকে অন্য একটি অটোরিকশা করে তাকে নীলফামারী সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায় তবে তার স্ত্রীর কোন ক্ষয়ক্ষতি হয়নি ।
এবিষয়ে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি বলেন খবর পাওয়া মাত্র আমি সেখানে যাই এবং নিহত রুবেল হোসেনের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সেখানেই তার পরিবারের কাছে হস্তান্তর করি তবে অটোরিকশা ও অটোরিকশা চালকে আমরা আটক করতে পারিনি তবে অটোরিকশা ও তার চালককে আটক করার জন্য আমরা চেষ্টা করছি।