ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপবতারের পাশাপাশি লুটে নেওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির পর ডাকাতদল এসব মালামাল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়।
গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলো, বিজয়নগর উপজেলার পাহাড়পুরের এমদাদুল হক, বাগদিয়ার চুন্নু মিয়া, দারিয়াপুরের জাফর মিয়া, শুক্কুর মিয়া ও হবিগঞ্জ জেলার মাধবপুরের জালাল মিয়া। শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর মধ্যে এমদাদুল হক, চুন্নু মিয়া ও জালাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূল জবানবন্দি দিয়েছেন।
পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ ডিসেম্বর বিজয়নগরের ইছাপুর ইউনিয়নের আড়িয়ল গ্রামের কাতার প্রবাসী মোশারফ হোসেনের বাড়িতে ডাকাতি হয়। দেশীয়
অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের বেধে ডাকাত দল সাতটি মোবাইল ফোন সেট, দুই ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫০০০০ হাজার টাকা নিয়ে যায়। পরদিন মো. মোশারফ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৩-১৪ জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পেয়ে কাজ শুরু করেন বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। জেলা গোয়েন্দা
পুলিশ ও বিজয়নগর থানা পুলিশ যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাত এমদাদুল হকের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি স্বর্নের চেইন (ওজন ৬ আনা), জালাল মিয়ার কাছ থেকে নগদ ৫,৫০০ টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন, ডাকাত চুন্নু মিয়ার কাছ থেকে একটি ভিভো
মোবাইল সেট উদ্ধার করা হয়।