মোঃ এমরান, বান্দরবান প্রতিনিধি -ঃ- বান্দরবানের আলীকদম উপজেলায় সেনা সদস্যের হাতে দুইজন উপজাতি মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
তাঁরা হলেন- ওয়াইবট মুরুং (৪৫) এবং ইং ওয়াই মুরুং (৩০)।
তাঁদের কাছ থেকে ১৪৩৮ পিচ ইয়াবা ও ৯২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
২৫ ডিসেম্বর পৌনে বারোটায় আলীকদম জোন সদর থেকে ৪ কিলোমিটার পূর্ব দিকের গ্রাম মধ্যম আমতলী পূর্ব পালং পাড়া থেকে ১৪৩৮ পিচ ইয়াবাসহ ওয়াইবট মুরুং ও ৯২৫ গ্রাম গাঁজাসহ ইং ওয়াই মুরং কে আলীর বাজারে আটক করেন ৩১ বীর সেনা সদস্যরা।
জানাগেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছে। পরে বিকেল সাড়ে তিনটায় সেনা বাহিনী আলীকদম জোন কর্তৃক ধৃত দু’জনকে উদ্ধারকৃত মাদকসহ আলীকদম থানায় সোপর্দ করেন।
পুলিশ সুত্রে জানাগেছে, তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।