মোশারফ হোসেন, (যশোর) অভয়নগর -ঃ- যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের সমাজসেবা অধিদপ্তরের কেপিটেশন প্রাপ্ত, স্বনামধন্য এরশাদ এতিমখানার নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়।
২৫ শে ডিসেম্বর (রবিবার) সকাল ১০ টায় এরশাদ এতিমখানার সভাপতি সৈয়দ মাহবুব হোসেন এর সভাপতিত্বে ও এতিম খানার সাধারণ সম্পাদক সাইদ আলম বাচ্চুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি মোঃ নবিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসনের মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার সুভাষ চন্দ্র বিশ্বাস, ইউএসএ (আমেরিকা) ইউনিভার্সিটি অফ হাওয়াই’র প্রফেসর ডঃ শাওন রহমান, অভয়নগর উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলার সহকারী সমাজসেবা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মালোপাড়া ক্যাম্পের আইসি মোঃ ইসহাক, বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক ও নওয়াপাড়া সরকারি শংকরপাশা বিদ্যালয়ের শিক্ষক(অবঃ) সুনীল কুমার দাস, সমাজসেবক ও শিক্ষক মাহবুব হোসেন, এ্যাডভোকেট মোহাম্মদ জনি, প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন, সমাজ সেবক মোঃ বাবুল আক্তার বাবু, সমাজ সেবক মোঃ রবিউল ইসলাম, মোঃ কামরুজ্জামান, সৈয়দ আশরাফ, মোঃ সবুর মোল্লা, সুধী সমাজ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এতিম খানার ছাত্ররা।
অনুষ্ঠান শেষে অতিথিরা নব নির্মিত ভবনটি পরিদর্শন করেন।