রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি -ঃ- কুমিল্লার মনোহরগঞ্জ বাইশগাঁও ইউপির দুর্গাপুর মিয়াবাড়ির পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত-২০২২ ইং শুক্রবার (২৩শে ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় মিয়াবাড়ি মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এক জমকালো আয়োজনে মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বালিশ, বিস্কুট, চেয়ার, সুঁই খেলা ছাড়াও নানান খেলাধুলা অনুষ্ঠিত হয়।এবং প্রায় ২ শতাধিক জনের মেজবানের আয়োজন করা হয়। সকলে দুঃখ-কষ্ট ভুল দিনব্যাপী আনন্দ-আড্ডা, সুখ-দুঃখের ভাগাভাগি ও কৌতুকে মুখরিত হয়ে উঠে পারিবারিক মিলনমেলা। সাংস্কৃতিক আয়োজনে আত্মীয়-স্বজনের আবেগ-উচ্ছাসের প্রাণ স্পন্দন আরো বাড়িয়ে দেয়।
উক্ত মিলনমেলা অনুষ্ঠানে, মিয়াবাড়ি উন্নয়ন কমিটির সভাপতি সফিউল আজম বাহারের সভাপতিত্বে রাশেদুজ্জামান মানিকের সঞ্চালনায় মিয়াবাড়ি কমিটির সমন্বয়কারী জামালউদ্দিন মিয়ার উপস্থিতিতে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিয়াবাড়ি উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল মোতালেব শিবলী।বিশেষ অতিথি, সাধারণ সম্পাদক-গোলাম মাওলা দুলাল, রামগঞ্জ পৌরসভার মেয়র-আবুল খায়ের পাটোয়ারী ,লাকসাম কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সফিকুল ইসলাম সাজ্জাদ, গোলাম কিবরিয়া, সাকিন আহমেদ, প্রমুখ। উক্ত জমকালো অনুষ্ঠান শেষে রাফেল ড্র এর মাধ্যমে আগত সকল সদস্যের মাঝে পুরস্কার প্রদান করা হয়।