বিশেষ সংবাদদাতা -ঃ- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষ নাঙ্গলকোট উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামীম আলম, জেলা প্রশাসক, কুমিল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, বিপিএম (বার), পুলিশ সুপার, কুমিল্লা, মোহাম্মদ মঞ্জুরুল আলম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, কুমিল্লা, মোহাম্মদ আশরাফুল হক, সহকারী কমিশনার (ভূমি), নাঙ্গলকোট, মোঃ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, নাঙ্গলকোট থানা, কুমিল্লা।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ রায়হান মেহেবুব, উপজেলা নির্বাহী অফিসার, নাঙ্গলকোট, কুমিল্লা।
উল্লেখ্য আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে নাঙ্গলকোট উপজেলায় ৮ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।