1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে মাছ ধরার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৩ ০৫ বার পঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহী তানোরের সীমান্তবর্তী  মান্দার ভারশোঁ ইউনিয়নের (ইউপি) আন্ধারসুরিয়া বিলের বন্যা নিয়ন্ত্রিত বাঁধ কেটে ও বিল শুকিয়ে মাছ ধরার উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে নীতিমালা লঙ্ঘন ও এলাকাবাসীর বাঁধা উপেক্ষা 
করে বিল শুকিয়ে মাছ ধরা হলে একদিকে জীববৈচিত্র্য ও প্রকৃতি হুমকির মূখে পড়বে, অন্যদিকে পার্শ্ববর্তী তানোরের শিবনদীতে অকাল বন্যায় হাজার হাজার বিঘা ফসলী জমিতে ফসলহানি হবে। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বিলের ইজারা বাতিল ও ইজারদারকে আটকের দাবিতে বিক্ষুব্ধ কৃষকেরা বাঁধের ওপর বিক্ষোভ প্রদর্শন করেছে।
স্থানীয় কৃষকেরা জানান,,আন্ধারসুরা
বিলের পানি ব্যবহার করে বিলপাড়ের কয়েক হাজার বিঘা জমিতে বোরো ধানের আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে বাঁকাপুর, ভেড়িদুর্গাপুর, চাকদহ ও খাগড়াসহ কয়েক গ্রামের কৃষকেরা। কিন্ত্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে বিলের পানি সরিয়ে নেওয়া হলে এসব জমিতে বোরো ধানের চাষ অনিশ্চিত হয়ে পড়বে। পাশাপাশি বর্ষা মৌসুমে চরম ঝুঁকিতে পড়বে  বিলের বন্যানিয়ন্ত্রণ বাঁধ। একই সঙ্গে তানোরের শীবনদীর পানি বৃদ্ধি ও  শতশত একর  জমি পানির নিচে তলিয়ে যাবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মান্দার ভারশোঁ ইউপির আন্ধারসুরিয়া বিল ৩ বছরের জন্য ইজারা নিয়েছেন দক্ষিণ গোয়ালি মৎস্যজীবী সমবায় সমিতি নামের একটি সংগঠন।এদিকে সমিতির কাছ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল এলাকার শরিফুল ইসলাম বিলের সাবলীজ নিয়ে মাছ চাষ করেন। তবে বিলের পানি অনেক কমে গেছে। এ অবস্থায় বিলের পানি শুকিয়ে মাছ ধরার পাঁয়তারা করছেন ইজারাদার শরিফুল ইসলাম। তার খামখেয়ালীতে বিলের জমিতে চাষাবাদ হচ্ছে না। এতে  বিক্ষুব্ধ হয়ে কৃষকরা বিল পাহারাদারের ঘর পুড়িয়ে দিয়েছে। এলাকায় বিরাজ করছে টান টান উত্তেজনা। ইউপির বাঁকাপুর গ্রামের কৃষক কমল মন্ডল ও সহীদুল ইসলাম  বলেন, খননযন্ত্র দিয়ে এরই মধ্যে বিলের ভেতর থেকে খাল খনন করে বাঁধ পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এখন রাঁতের আঁধারে  বাঁধ কেটে সেই পানি শিবনদীতে নেওয়ার চেষ্টা করছেন ইজারাদার। কিন্তু পানি শুকিয়ে গেলে বিলে বোরো ধানের চাষাবাদ করতে পারবেন না কৃষকেরা। চাকদহ গ্রামের কৃষক বীর মুক্তিযোদ্ধা কামিজ উদ্দিন মন্ডল বলেন, বিলের পানি ব্যবহার করে আশপাশের কয়েক গ্রামের মানুষ বোরো ধানের চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে বংশপরম্পরায়।
এটি  তাঁদের একমাত্র ফসল  উৎপাদনের অবলম্বন। শুস্ক মৌসুমে বিলপাড়ে চাষাবাদ ও বর্ষা মৌসুমে বিলে মাছ আহরণ করে তারা জীবীকা নির্বাহ করে।  তানোর উপজেলার কামারগাঁ ইউপি, তানোর পৌরসভা ও চান্দুড়িয়া ইউপির হাজার হাজার কৃষক শীবনদীর জেগে ওঠা জমিতে বোরো চাষবাদ করে জীবিকা নির্বাহ করে। তানোর পৌর এলাকার কৃষক মফিজ, ফারুক, ইদ্রিস কামারগাঁ ইউপির মালার মোড়ের কৃষক আব্দুল, আইয়ুব, মালশিরা গ্রামের কৃষক খোকন জানান, আন্ধারশুরা বিলের
বাঁধ কাট হলে তাদের বিলের জমিতে বোরো চষ  হবে না তাদের পথে বসতে হবে। এবিষয়ে ইজারাদার শরিফুল ইসলাম বলেন, বিলে এখনও অনেক পানি। পানি কমাতে না পারলে মাছ ধরা যাবে না। তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বোরো আবাদে কোনো প্রভাব পড়বে না। তিনি অভিযোগ করে বলেন, ‘বুধবার সকালে বিলের পাহারায় থাকা লোকজন চৌবাড়িয়া বাজারে নাস্তা করতে যান। এ সুযোগে এলাকার লোকজন পাহারাঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে অনেক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নিবেন। এবিষয়ে ভারশোঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তিনি বলেন, দেশে ফিরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং সংশ্লিষ্ট বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ