ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ায় স্মাইল ইন লাইফ ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ছাড়াও কসবা ও বাঞ্ছারামপুর উপজেলায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫০টির বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এতে অংশ নেয়।
মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল আগামী মাসে প্রকাশ করা হবে। তিনটি ধাপে ফলাফল প্রকাশ করা হবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ট্যালেন্টপুর, দ্বিতীয় গ্রেড, তৃতীয় গ্রেড ক্যাটাগরি হচ্ছে সাধারণ বৃত্তি। বৃত্তিপ্রাপ্তদের মাঝে পুরস্কার হিসেবে থাকবে ক্রেস্ট, নগদ অর্থ, সার্টিফিকেট ইত্যাদি।
সামাজিক দায়বদ্ধতা থেকে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে স্মাইল ইন লাইফ
ফাউন্ডেশন নামে সংগঠনটি। ইয়ুথ ফোরাম, নারী ফোরাম, ঝরে পরা শিশুদের নিয়ে তারা কাজ করে যাচ্ছে। দীক্ষালয় নামে দুটি অনাথ স্কুল রয়েছে তাদের।