মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ- মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের এলাকা থেকে (২৩ ডিসেম্বর) জুড়ী থানার বিশেষ অভিযানে ১ বছরের সাজা প্রাপ্ত ছাব্বির আহমেদ নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে জুড়ী থানার এসআই সুরুজ আলী,এএসআই কামাল, সঙ্গীয় ফোর্সসহ জুড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ছাব্বিরকে গ্রেফতার করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে সিআর ১৫৪/১৮ (জৈন্তাপুর) মামলায় ১ বছরের কারাদণ্ড এবং ২ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানার আদেশপ্রাপ্ত পলাতক আসামি। আজ সকালে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।