বিশেষ সংবাদদাতা -ঃ- ময়মনসিংহ ২৩ ডিসেম্বর ২০২২,আজ রাতে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে ময়মনসিংহে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে উদযাপন করা হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি এ.জেড.এম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে দৈনিক ইত্তেফাক পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি ও আজকের খবর পত্রিকার সম্পাদক মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও সাপ্তাহিক লৌহিত্য পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট মোজাম্মেল হক, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক জগদীশ চন্দ্র সরকার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোতালেব, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির স্টাফ রিপোর্টার মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার অমিত রায়, ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, কালেরকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মিয়ামুল কবির সজল, দৈনিক বহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার সম্পাদক আবু সালেহ মুসা, ভোরের ডাক প্রত্রিকার প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বেলাল। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সূধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা নির্বিক, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ প্রাচিনতম দৈনিক ইত্তেফাক অতীতের ন্যায় বর্তমানেও বলিষ্ঠ ভুমিকা পালন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকবৃন্দ।