তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ- রাজশাহীর তনোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ সরকারি পাকা রাস্তা নস্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ করে দিয়েছেন। গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়নপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এতে মাটিগ্রাসী চক্রের হাত থেকে প্রায় ১০ কিলোমিটার নতুন পাকা রাস্তা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে পরম স্বত্তি বিরাজ করছে। সচেতন মহলও ইউএনও’র এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও এসব রাস্তা রক্ষায় এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ।
স্থানীয়রা জানান, উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) নারায়নপুর গ্রামের বাসিন্দা ও কামারগাঁ সেন্ট্রাল কলেজের শিক্ষক রেজাউল ইসলাম পেশী শক্তির জোরে পাকা রাস্তা নস্ট করে অবৈধ মাটি বানিজ্যে করছেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ অভিযান চালিয়ে পাকা রাস্তা নষ্ট করে অবৈধ মাটি বাণিজ্যে বন্ধ ও ভেঁকুঁ মেশিনের ব্যাটারী জব্দ করেছেন। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, নীতিমালা অনুসরণ করে পুরাতন পুকুর পুনঃখননে কোনো বাধা নাই, তবে রাস্তা নষ্ট করে বা পরিবেশ ক্ষতি করে মাটি বাণিজ্যের কোনো সুযোগ নাই।