ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীর পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফান্দাউক এলাকার নাসিরনগর-লাখাই বলভদ্র নদীর দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে দুপুর নাগাদ ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, শুক্রবার সকালে উপজেলার ফান্দাউক এলাকার নাসিরনগর-লাখাই বলভদ্র নদীর দক্ষিণ পাশে লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ নদীর পাশে কাদার মধ্যে পড়ে থেকে লাশটি উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে লাশটি তিন-চার দিন পূর্বের। লাশের কিছু অংশে পঁচন ধরেছে। ওি ব্যক্তির পড়নে হলুদ-কালো গেঞ্জি, লাল প্যান্ট রয়েছে। গলার মাফলারের সাথে পলিথিন দিয়ে বাঁধা ছিলো মোবাইল ফোন। তার শরিরে আঘাতের চিহ্ন নেই।