মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- উত্তরাঞ্চলে ঘন কুয়াশা; মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি।
পৌষের শুরুতে বগুড়াসহ উত্তরাঞ্চলে বইছে হিমেল হাওয়া। দিনের বেলায় কিছুটা তাপ থাকলেও সন্ধ্যার পরপরই নামে ঠান্ডা। রাত্রে দৃষ্টিসীমা কমে যাওয়ায় গাড়ি চলছে ধীর গতিতে। আবহাওয়া অফিস বলছে এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে।
গত শুত্রবার রাত থেকে কুয়াশা বেড়েছে। শনিবার রাত্রেও ঘন কুয়াশায় সকালের দিকে মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলেছে যানবাহন। ছবিটি ঢাকা-বগুড়া মহাসড়কের শাকপালা এলাকা থেকে তোলা।