এ.কে.এম বেলাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা -ঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পুকপুকুরিয়া এলাকায় রোববার (১৫ আগস্ট) বেলা সোয়া ১০ টার দিকে কক্সবাজার থেকে বাঁশখীল মুখী যাত্রীবাহী একটি নোহা গাড়ী (চট্ট-মেট্টো ছ-১১-২৬৯০) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে ঘটনাস্থলে ৭জন নিহত ও ৫জন আহত হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চট্টগ্রাম মুখী প্রাইভেট নোহাটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পুকপুকুরিয়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নোহাটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা দ্রæত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টায় তাদের বের করার পর একজনকে স্পটে মৃত পায়। বাকিদের বিপদাপন্ন অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে আরো ৬জনের জনের মৃত্যু হয়।
নিহতরা হল চকরিয়ার ফাঁসিয়াখালী ৩নং ওয়ার্ডের মাতবরপাড়ার মোঃ ইসমাইলের স্ত্রী ফাতেমা বেগম (৫৫), প্রদীপ রুদ্রের স্ত্রী পূর্নিমা (৩০), কক্সবাজার শহরের ঘোনারপাড়ার প্রদীপ রুদ্রের ছেলে সার্থক (৪), ডুলাহাজারার রাম মসাইয়ের ছেলে রতন বিজয় (৫০), রতন বিজয়ের স্ত্রী মধুমিতা (৪৫) এবং কক্সবাজার শহরের ঘোনারপাড়ার শংকর রুদ্রের স্ত্রী রুনা রুদ্র (৬০)। রানী রুদ্র (৬০) স্বামী :সাধন রুদ্র উভয় সাধন পুর বাশখালী চট্টগ্রাম।