মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- আদালতের বিচারক ও আইনজীবীর স্বাক্ষর জালের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাপ্পী (২৯) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সোমবার ভোরে তার নিজ বাড়ি উপজেলার নিজ সরাইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। বাপ্পী উপজেলার নিজ সরাইল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শোভন গ্রেপ্তারের বিষয়টি জেনেছেন উল্লেখ করে বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। যদি সে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার বাদী আইনজীবী ইশতিয়াক আহমেদ বলেন, ‘চার-মাস আগে মোটর সাইকেল বিক্রির একটি এফিডেভিটের কপি আমার হাতে আসে। এতে আমার স্বাক্ষর থাকলেও সেটি আমি করিনি। পরে বিচারকের স্বাক্ষরও জাল বলে জানতে পারি। এ ঘটনায় আমি আদালতে মামলা দায়ের করি। বাপ্পী নামে একজন মামলার আসামী। ওই এফিডেভিটে সাক্ষী হিসেবে ওনার নাম ও স্বাক্ষর রয়েছে। আদালতে দেওয়া অভিযোগটি থানা হয়ে সিআইডি পুলিশ তদন্ত করছিলো।’
সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদেরকে তিনি জানান, স্বাক্ষর জাল করার একটি মামলায় বাপ্পীকে গ্রেপ্তার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।