মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- মহান স্বাধীনতা যুদ্ধকালীন কমান্ডার বগুড়ার আদমদীঘির বীর মুক্তিযোদ্ধা এলকে আবুল হোসেন (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। গতকাল রবিবার দিবাগত রাত ১২টায় নিজবাস ভবনেই তার হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যুবরণ করেন। আজ সোমবার বাদ জোহর বাজার ঈদগাহ মাঠে মরহুমের রাস্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে খাড়িরব্রিজ মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে ও নাতিনাতনীসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপি আলহাজ্ব কছিম উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কুদরত ই-এলাহী কাজল, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পৌর শাখার সদস্য জিললুর রহমান প্রমূখ।