রাসেল রানা, স্টাফ রিপোর্টার -ঃ- র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল ৯ ডিসেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার অন্তর্ভুক্ত চর ভুরুঙ্গামারী ইউনিয়নের আরাজি পাইকডাঙ্গা শিশববাড়ি গ্রামস্থ আমজাদ হোসেনের বাড়ি (নিজ বাড়ির) সামনে চলাচলের রাস্তার উপর অভিযান চালিয়ে ২১৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী
ফজলুল করিমকে গ্রেফতার করেছে
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার অন্তর্ভুক্ত চর ভুরুঙ্গামারী ইউপিস্থ আরাজি পাইকডাঙ্গা শিশবাড়ি গ্রামের মোঃ আমজাদ আলীর ছেলে মোঃ ফজলুল করিম (৩৮)।
একইদিন অপর অভিযানে র্যাব-১৩’র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন শীলখুড়ি ইউনিয়ন এর দক্ষিন ধলডাঙ্গা মাষ্টার পাড়া গ্রামস্থ আব্দুল বারিক মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫৬০ পিস ইয়াবাসহ আরো ১জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই (মোল্লাপাড়া) গ্রামের মোঃ আমজাদ হোসেন এর ছেলে মোঃ আবু সুফিয়ান(২৫)। একদিনে দুটি পৃথক অভিযানে মোট ২৭০৫ পিস ইয়াবা উদ্ধারসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৩’র অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের গোপন অনুসন্ধান অব্যাহত আছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় র্যাব বাদী হয়ে পৃথক দুটি মাদক মামলা রুজু করে আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।