মাটি মামুন -ঃ- গতকাল ১০/১২/২২ ইং তারিখ গঠিত হলো রংপুর জেলায় একটি দোতারার সংগঠন।
দোতারা শিল্পী গোষ্ঠী রংপুর, উক্ত সংগঠনে উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হয়েছেন সভাপতি মোঃ সোলায়মান
সহ সভাপতিঃ আব্দুর রউফ, সাধারন সম্পাদকঃ হরিদাস চন্দ্র রায়, সহঃসাধারন সম্পাদকঃ রাখাল চন্দ্র বর্মন, কোষাধক্ষঃ করুনা কান্ত রায়, সংগঠনিক সম্পাদকঃ মোঃ ফারজুল ইসলাম, প্রচার সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ পুতুল রায়, সাংস্কৃতিক সম্পাদকঃ সুদান চন্দ্র রায়(সুজন বাবু)।
১। মোস্তফা জামান আব্বাসী — উপদেষ্ঠা, ২। রথীন্দ্রনাথ রায়–উপদেষ্ঠা, ৩। নাদীরা বেগম উপদেষ্ঠা, ৪। অধ্যাপক শাহ আলম (বাংলা বিভাগ), ৫। হারুন অর রশিদ, ৬। এ,কে,এম,মোস্তাফিজুর রহমান,৭। জনাব অনুপম বিশ্বাস (বাংলাদেশ টেলিভিশন) ৮। খন্দকার মোহাম্মদ আলী সম্রাট, ৯। মোঃ মিনহাজ উদ্দীন আজাদ, ১০।মো মকসুদার রহমান মুকুল, ১১। শাহ আলম, ১২। রনজিৎ কুমার রায়।
কার্যকারী সদস্যঃ
১। সুদেব চন্দ্র রায়, ২। শ্রী স্বপন চন্দ্র রায়, ৩। সুশীল চন্দ্র বর্মন, ৪। আঃছাত্তার, ৫। আঃ রাজ্জাক, ৬। সাজু আহমেদ সরকার।
সাধারন সদস্যঃ
১। মোঃ ছগীর উদ্দীন বয়াতী, ২। অবিনাশ চন্দ্র, ৩। সন্তোষ চন্দ্র বর্মন, ৪। মো আনিছুর রহমান, ৫। স্বচ্ছ, ৬। মো মিজান কাজী, ৭। মোঃ জাহাঙ্গীর আলম, ৮। মোঃআবুল কালাম আজাদ, ৯। মো ময়নুল ইসলাম, ১০। শ্রী মতি সাধনা রায়, ১১। পৃথিকা রায় প্রিয়ামনি, ১২। আব্দুর রহিম রুবেল, ১৩। আঃ ছালাম, ১৪।মোঃ আসাদুল ইসলাম।