মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইট্স এন্ড হেলথ কেয়ার সোসাইটি বাংলাদেশ এর আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ ১০ ডিসেম্বর শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্নদিক ঘুরে মানবাধিকার শাখা অফিসে এসে শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্টানে উপজেলা মানবাধিকার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র শহিদুজ্জামান সেলিম।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মাসুম বিল্লাহ।
ঝিনাইদহ কে সি কলেজের প্রভাষক আলমগীর হুসাইন, উপজেলা মেডিকেল অফিসার, তানভির জাহান প্রতীক। এছাড়াও অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র, জাহিদ হাসান, উপজেলা মানবাধিকারের সাধারণ সম্পাদক, এ্যাডঃ আশরাফুল ইসলাম মালিতা,সহ- সভাপতি আবুল হাসান,দপ্তর সম্পাদক, আব্দুল্লাহ বাশার,প্রচার ও প্রকাশনা সম্পাদক, রোকনুজ্জামান, সদস্য আকিমুল ইসলাম সাজু, সদস্য বুরহানী সুলতান হাসান, পৌর সভাপতি মোঃ রশিদুল ইসলাম রশিদ, সহ সভাপতি মোঃ সবুজ ইসলাম সহ সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ও সদস্য মোঃ আবু সুফিয়ান (শান্তি) মোঃ বিল্লাল হোসেন
এলাঙ্গী সভাপতি খালেদ সাইফুল্লা, সাফদারপুর সভাপতির মিজানুর রহমান সহ সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা মানবাধিকার রক্ষার্থে বিভিন্নরকম দিক নির্দেশনা মুলক বক্তব্য তুলে ধরেন।