1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

চলছে স্বামীর মঙ্গল কামনায় ভাদ্র কাটানি উৎসব

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৩৩ ০৫ বার পঠিত

রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ হিমালয়ের কন্যা পঞ্চগড়-সহ উত্তরাঞ্চলে এই ঐতিহ্যবাহী উৎসবের লক্ষ্যে বাবার বাড়িতে যান নববিবাহিতা বধূরা। শহরে এর প্রভাব কম থাকলেও গ্রামে এ উৎসব চোখে পড়ে বেশি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই উৎসবের কোনো ব্যাখ্যা না থাকলেও পয়লা ভাদ্র থেকে শুরু হয়ে এই উৎসব। যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই উৎসব।

ভাদ্র মাসের শুরুতে শুরু হয়েছে বাঙালিদের ভাদ্র কাটানি উৎসব । নববধূরা তাদের বাবার বাড়িত থেকে ফিরে আসতে শুরু করেছে। এখনও গ্রামে গ্রামে চলে ঐতিহ্যবাহী ভাদ্র কাটানি উৎসব। এই উৎসবের রীতি অনুযায়ী, কমপক্ষে ভাদ্র মাসের প্রথম দিন থেকে দশ দিন পর্যন্ত স্বামীর মঙ্গল কামনায় কোনও নববধূ তার স্বামীর মুখ দর্শন করবেন না। এটা সনাতন রীতি।
হিমালয়ের কন্যা পঞ্চগড়
-সহ উত্তরাঞ্চলে এই ঐতিহ্যবাহী উৎসবের লক্ষ্যে বাবার বাড়িতে যান নববিবাহিতা বধূরা। শহরে এর প্রভাব কম থাকলেও গ্রামে এ উৎসব চোখে পড়ে বেশি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই উৎসবের কোনো ব্যাখ্যা না থাকলেও পয়লা ভাদ্র থেকে শুরু হয়ে এই উৎসব। যুগ যুগ ধরে পালিত হয়ে আসছে এই উৎসব।
পঞ্চগড়, জগদল,তেতুঁলিয়া সহ বৃহত্তর পঞ্চগড় ও কোনো কোনো অংশে এ প্রথা চালু আছে। এছাড়াও আটোয়ারী, দেবিগঞ্জ সহ কোনো কোনো অংশ এ প্রথা বাঙালি সমাজে চালু রয়েছে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ