রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ- আজ শুক্রবার ৯ডিসেম্বর,২০২২খ্রি.অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, রংপুরের ২২৬৪তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের নিজস্ব কার্যালয়ে (টাউনহল চত্বর, রংপুর) অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, কবি তৈয়বুর রহমান বাবু। কবিতা পাঠে অংশ গ্রহন করেন, কবি জোসেফ আখতার, কবি মাসুদ বশীর, কবি মো. মতিয়ার রহমান, কবি মাহমুদ এলাহী মণ্ডল, কবি নাহিদা ইয়াসমিন, কবি গোলাম রব্বানী, কবি জয়রাজ, কবি মিনার বসুনীয়া, কবি সিরাজুন নাহার সাথী, কবি মাসুদ বিহঙ্গ, কবি সরকার বাবলু, রম্যগল্প পাঠ করেন সাঈদ সাহেদুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন, রাকিবুল ইসলাম, ফারহান শাহীল লিয়ন।
আসরে পঠিত লেখাগুলো নিয়ে তাৎক্ষণিক আলোচনা করেন গল্পের রানী নাহিদা ইয়াসমিন। পুরো আসরটি প্রাণবন্ত উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।