এম মনিরুজ্জামান, পাবনা -ঃ- “দুর্নীতির বিরুদ্ধ ঐক্যবন্ধ বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আলীম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাজাহান আলী, শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল জব্বার। বক্তরা বলেন,সবার ঐক্যবন্ধ প্রচেষ্টায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি কে দুর্নীতি মুক্ত করতে হবে।