বিশেষ সংবাদদাতা -ঃ- নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার ধাতিস্মর সংযোগ খালের দুই পাড়ের মাটি লুটে নিচ্ছে সুবিধাবাদি মহল।
গেল বর্ষায় পানিউন্নয়ন বোর্ড কর্তৃক স্থানীয় কৃষকদের স্বার্থেখালটি অস্কার করা হয় এবং দুই পাশে পানি নিয়ন্ত্রণে বাধ তৈরি করে কিন্তু হঠাৎ একটি সুবিধাবাদী মহল উপজেলা নির্বাহী অফিসার কে মাধ্যম তৈরি করে মাটি গুলো জোরপূর্বক নিয়ে যাচ্ছে।কৃষকেদের প্রাণের জমির মাটি রক্ষায় দিকবেদিক ঘুরাঘুরি করে কূল পাচ্ছেনা।প্রশাসনের পক্ষহতে উল্টো ধমকিও হয়রানির শিকার হয়ে জেলাপ্রশাসক বরাবরমাটি রক্ষায় আবেদন জানিয়েছেন।