জুনাইদ আহমেদ, ছাতক প্রতিনিধি -ঃ- বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির ছাতক উপজেলা শাখা পূর্ণগঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোবিন্দগঞ্জে অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মিন্টু রায় মিটু, সাধারণ সম্পাদক আবুল হোসেন ও অর্থ সম্পাদক রিপন শেখ উপজেলা শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখা’র কমিটি ঘোষনা করেন।
সভাপতি -মোঃ মুহিবুর রহমান মুহিব ( আল মদিনা লাইব্রেরি গোবিন্দগঞ্জ), সহসভাপতি অমিত রঞ্জন দে ( নিউ পুথিঘর লাইব্রেরি গোবিন্দগঞ্জ), সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম (ফাজকুর লাইব্রেরি ছাতক), সহ সাধারণ সম্পাদক লালন মিয়া ( ছাতক লাইব্রেরি), অর্থ সম্পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নুমান (মা লাইব্রেরী এন্ড কম্পিউটার জাউয়াবাজার), সদস্য মোঃ এখলাছুর রহমান (পপি লাইব্রেরি জাউয়াবাজার), আকরাম আলী রুবিজ (আল মুনির লাইব্রেরি) দোলারবাজার।