নিজস্ব প্রতিনিধি,চকরিয়া -ঃ- কক্সবাজারের চকরিয়ায় অনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার ৭ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকার একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুপুরে স্থানীয় লোকজন মহাসড়ক লাগোয়া একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান এক ব্যক্তির লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও বলেন, নিহতের পরিচয় না পেলে কক্সবাজার আনজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে।