রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ- রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব নগরীর মাহিগঞ্জ ও সাত মাথা বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন লাভলী, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওন,মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ,মাহিগঞ্জ থানা আ’লীগের সভাপতি তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু সহ স্থানীয় থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।গনসংযোগে মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে কথা মনে করে দিয়ে জনগণের কাছে রসিক নির্বাচনে নৌকায় ভোট চান।