কমরেড স্বপন, দিনাজপুর জেলা প্রতিনিধি -ঃ- বর্তমান পরিস্থিতিতে করনীয় নির্ধারণে দিনাজপুরে কর্মীসভা করছে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ। আজ বুধবার বিকাল ৩টায় দিনাজপুর জেলা জাসদের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মায়া রানী দাস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদুল হক ননী।
উক্ত সভায় উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম শহিদুল্লাহ সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা জাসদ, জাহাঙ্গীর আলম বকুল, সহ-সম্পাদক দিনাজপুর জেলা জাসদ, রহমতুল্লাহ শাওন, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখা, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা শাখা, কমরেড স্বপন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিনাজপুর জেলা শাখা। এছাড়াও অনেক নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতি চরম মাত্রা ধারণ করলেও কর্মীরা পিছুপা হবে না। বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহ্বান জানান সিনিয়র নেতারা