1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

সমবায় পদক পেলেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাবারক উল্ল্যাহ কায়েস

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৪১ ০৫ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি -ঃ- কুমিল্লার লাকসাম কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সাংবাদিক তাবারক উল্ল্যাহ কায়েস সমবায় উন্নয়ন পদক পেয়েছেন। পল্লী উন্নয়ন ও সমবায় খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় তাবারক উল্ল্যাহ কায়েসসহ সারাদেশের ২০ ব্যক্তি পেলেন ড. আখতার হামিদ খান পল্লী ও সমবায় উন্নয়ন পদকে ভূষিত হলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁদের হাতে পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় এ পদক তুলে দেওয়া হয়।

ফেডারেশনের সভাপতি খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সমবায় সচিব মশিউর রহমান, পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সাহেদ আলী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. তরুণ কান্তি শিকদার ও বিআরডিবির সাবেক মহাপরিচালক আবদুল কাইয়ুম। সভা পরিচালনা করেন, ফেডারেশনের সহসভাপতি মিজানুর রহমান মনির।

তিনি দীর্ঘ ২২ বছর যাবত সমবায়ের মাধ্যমে কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলছেন। এর পাশাপাশি তিনি লাকসাম প্রেসক্লাব, প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ব্যবসায়ী সমিতির সভাপতি, গাজীমুড়া কামিল মাদ্রাসার সহসভাপতি এবং লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১৯৮৩ সালে এ অঞ্চলে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠা করে ক্রীড়াঙ্গনসহ সামাজিকভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো চীফ দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ