1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে দৈনিক গণমানুষের আওয়াজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন সোনারগাঁয়ের শীর্ষ মাদক সম্রাট ছোট বদির সাথে হাস্যজল ছবি তোলা এসআই ইমরান এখনো বহাল তবিয়তে তেঁতুলিয়ার দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন কাদিয়ানিদের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান কারাগারে বাবাকে দেখতে যাওয়ার আগেই সড়কে প্রাণ গেল মেয়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফ সমন্বয় সভা পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড পঞ্চগড়ে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ পঞ্চগড়ের সংঘর্ষের ঘটনার পিছনে বিএনপি-জামাত জড়িত – তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ

দিন দুপুরে চুরি করতে এসে ধরা পড়ল নাসিম- অতঃপর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৭৬ ০৫ বার পঠিত

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ- ঘড়ির কাটা তখন ঠিক বিকেল ৪টা। দোকানে তখন কেনাকাটা করতে আসা অনেক মানুষের ভীড়। ঠিক ওই সময় ক্রেতা সেজে কাপড় কিনতে দোকানে আসে ৫৫ অর্ধ বয়সী নাসিম। দোকানদারকে বলেন, কাপড় দেখাতে দোকানদার তখন কাপড় দেখাতে শুরু করেন। এই কাপড় নয়, ওই কাপড়, ওই কাপড় নয় আবার এই কাপড় দেখেন ক্রেতা সেজে আসা চোর নাসিম। দোকানী তখন জানতো না নাসিম চোর। দোকানী তাকে এভাবে তাকে অনেক কাপড় দেখাইতে থাকে। যেই দোকানীরা অন্য দিকে একটু ব্যস্ত হয়ে পড়ে, সেই সুযোগে নাসিম তার সাথে থাকা কাপড়ের ব্যাগে কাপড় ঢুকাতে থাকেন। এমন সময় দোকানী তার ব্যাগে কাপড় ঢুকানো দেখতে পেয়ে তাকে কাপড়সহ হাতেনাতে আটক করেন। এমনি ঘটেছে দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের পৌরসভার সামনে অনু টপস এন্ড ফ্যাশান হাউজ কাপড়ের দোকানে।

নাসিমকে আটকের পর দোকানী বিরামপুর থানা পুলিশকে খবর দিলে পু্লিশ এসে আটক নাসিমকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালত নাসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নাসিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ী গ্রামের মৃত. মুন্নার ছেলে।

অনু টপস এন্ড ফ্যাশান হাউজের স্বত্বাধিকারী হারুনুর রশিদ বলেন, আটক নাসিম একজন পেশাদার চোর। ইতি পূর্বে নাসিম তার দোকানের আশেপাশের বেশ কয়েকটি দোকানে চুরি করেছে। তাকে বয়স্ক দেখে আবার ছেড়েও দিয়েছে দোকানীরা।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থালে গিয়ে সত্যতা খুজে পেলে মোবাইল কোর্ট পরিচালনা চুরি করার অপরাধে অভিযুক্ত নাসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ