হাসান আলী সোহেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ- নাটোরের বাগাতিপাড়ায় আলোকন সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ দিনব্যাপী কেঁচো কম্পোস্ট সার বিষয়ে প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা বিহারকোল মাষ্টার বাড়িতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আলোকন সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী রাশেদ আহমেদ জোনাক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। আরও উপস্থিত ছিলেন সংস্থার গ্রুপ লিডার জেসমিন আক্তার, জুথি আক্তার, আশুরা খাতুন ও বৃষ্টি আক্তার প্রমুখ। পরে প্রশিক্ষণ প্রহণকারী উপকারভোগী ১৮ সদস্যদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।