মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মালিতা পাড়াড় মোঃ আমির হোসেন এর দেড় বছরে শিশু গত কাল ২৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
তার স্বজনেরা জানান প্রতিদিনের ন্যায় খেলাধুলা করার একপর্যায়ে দেড় বছরের শিশু নয়ন চলে আসেন বাড়িতে। কিন্তু আজ আর শিশু নয়ন বাড়িতে ফিরে আসেনি এসেছে লাশ হয়ে। এভাবেই মা বাবা ও তার আত্মীয় স্বজনরা করছেন আহাজারি।
মঙ্গলবার দুপুর বেলা শিশু নয়ন খেলা খেলতে খেলতে বাড়ির পাশেই টিউবওয়েলের পানির জন্য ছোট অগভীর গর্ত করে। সেখানে হালকা একহাতের মত পানি। সেই পানিতে কখন পড়ে কেউ জানেন না। বাচ্চার খোঁজ হলে দেখেন বাড়ির সামনে গর্তে পড়ে আছে দেড় বছরের শিশু নয়ন।
আমির হোসেন এর দুই পুত্রের মধ্যে নয়ন ছোট। বড়পুত্র মোঃ বিপ্লব হোসেন( ১৮) এবার এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র। নয়ন ছোট হওয়ায় সকলের খুব আদরের। সন্তান হারিয়ে তার মা,বাবা,ভাই,তার আত্মীয় স্বজনের আহাজারিতে। এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।