মোঃ আব্দুল হামিদ সরকার, নীলফামারী প্রতিনিধি -ঃ- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেছেন, বাংলাদেশ ফুটবল দলকে বিশ্বকাপ উপযোগী করে গড়ে তোলার জন্য কাজ চলছে। একেবারেই ওয়ার্ড পর্যায় থেকে সকল পর্যায়ে ফুটবল খেলার উন্নয়নে কাজ করেছে সরকার। এজন্য সারাদেশে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরা করা হচ্ছে। আজ
২৯-নভে/২২ মঙ্গলবার বিকাল চার টার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি হ্যালিপ্যাড মাঠে ৫ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ উদ্বোধন কালে তিনি কথাগুলো বলেন।
তিনি বলেন, আমাদের দেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ ও ভালোবাসা অনেক বেশি। একদিন বিশ্বকাপেও আমাদের দেশ প্রতিনিধিত্ব করবে।
প্রতিমন্ত্রী রাসেল বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল। তখন জঙ্গীবাদ, সন্ত্রাস, লুটপাট, গুম, খুন, হাওয়া ভবন ছিল। সরকারের অর্থ নিজের ভেবে বিএনপি নেতারা নিজেদের পকেটস্থ করত। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে।
যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল হক মিন্টু ও প্রেসক্লাব ডিমলা র বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিত ছিলেন।