বিনোদন প্রতিবেদক -ঃ- কিশোরগঞ্জ, কুলিয়ারচর প্রবাসীদের নিয়ে গঠিত বৃহৎ মানবিক সংগঠন “কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম”এর থীম সং এ সুর ও কন্ঠ দিলেন এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠ শিল্পী ও সুরকার স্বাধীন বাবু।গানটির কথা লিখেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা,আজহারুল ইসলাম রায়হান।
সংগঠন টি ২০২০ সালের ২১-শে জুন আত্মপ্রকাশ করেন।
সুবিধা বঞ্চিত মানুষের পাশে আমাদের সম্প্রীতি স্লোগান কে বুকে ধারণ করে
মুক্তিযোদ্ধের চেতনায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও গঠন করা হয় উপজেলা সদর সহ ৬ টি ইউনিয়ন শাখা কমিটি পৃষ্ঠপোষক ও উপদেষ্টা পরিষদ। সংগঠন টি বিরামহীন ভাবে সকলের ভালোবাসা নিয়ে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে ও গত দুই বছর অধিক সময় ধরে শিক্ষা,সামাজিক ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে !
কুলিয়ারচর প্রবাসী সম্প্রীতি ফোরাম এর
সভাপতি-সায়েদুল হক (USA)
সাধারণ সম্পাদক -মোঃ রাসেল খাঁন (সৌদি আরব)
সাংগঠনিক সম্পাদক : মোঃ শাহীন আলম (সৌদি আরব)
প্রধান পৃষ্ঠপোষক মমিনুল হক নাদিম,প্রধান উপদেষ্টা মোঃ এমরান মিয়া সহ কার্যনির্বাহী সকল সদস্যের প্রচেষ্টায়
কুলিয়ারচরের মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছে।
সংগঠনটি নিয়ে স্বাধীন বাবু বলেন,এমন একটি সংগঠনের থীম সং করতে পেরে সত্যি খুবই ভাললাগছে।
গানটি শুধু কুলিয়ারচর ও কিশোরগঞ্জ নয়, দেশ ও প্রবাসের সকল মানুষের ভাললাগা গান হবে ইনশাআল্লাহ !