মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে মঙ্গলবার কুমিল্লার আদর্শ সদর উপজেলায় কম্বল বিতরণ করা হয়েছে। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের যৌথ উদ্যোগে ২৫০ দরিদ্র শীতার্তের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপ-শাখা সীপকস (সেক্টর) কুমিল্লা এর ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ তানিয়া ইসলাম, ভারপ্রাপ্ত সমন্বয়কারি অফিসার সহকারি পরিচালক মো. শামীম পারভেজসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।