মিরু হাসান, বগুড়া সংবাদদাতা -ঃ- বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলস্টেশনে পাঁচ আসনের তিনটি ট্রেনের টিকিটসহ সুজন কর্মকার (৩৪) নামের এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার সুজন কর্মকার (৩৪) উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান মহল্লার স্বপন কর্মকারের ছেলে।
সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক নূর-এ নবী জানান, রবিবার রেলওয়ে জংশন স্টেশনের বুকিং কাউন্টারের সামনে দাড়িয়ে এক ব্যক্তি বিভিন্ন যাত্রীদের কাছে ব্ল্যাকে টিকিট বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পাঁচ আসনের তিনটি বিভিন্ন ট্রেনের টিকিটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।