মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ- নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড় মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়া সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
এরপরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পঞ্চগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় এলাকার করতোয়া সেতুর উত্তর পাড়ে শহীদ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণের পর কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয়।