1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
রবিবার, ১৬ জুন ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

ঝিনাইদহ কোলা ইউনিয়ন গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়-এস এস সি পরীক্ষায় ফল সর্বকালের সর্বশ্রেষ্ঠ  রেজাল্ট

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১০৩ ০৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ  জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নে অবস্থিত- গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় – এবার এস এস সি ২০২২ এর ফলাফল সন্তোশ জনক মোট পরীক্ষার্থী ছিল  – ৯১ কৃতকার্য  –  ৮৯

অকৃতকার্য -০২ পাশের ৯৮ % গোল্ডেন A+  প্রাপ্ত ০৫  জন A + প্রাপ্ত হয়েছে – ১২ জন A গ্রেড প্রাপ্ত –     ২৭ জন ২০২২ সালের সকল পরীক্ষার্থীদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছেন।

তাই পরীক্ষায় ভালো রেজাল্ট করাই ৩নং কোলা ইউনিয়ন গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি,ও ৩নং কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, এবং কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন মোল্লার পক্ষ থেকে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের  সকল শিক্ষক,শিক্ষিকা,ছাত্র ছাত্রী পরীক্ষায় ভালো রেজাল্ট করাই শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

এছাড়াও কোলা ইউনিয়ন গাজীর হাট মাধ্যমিক বিদ‍্যালয়ের সকল  সদস্যবৃন্দ,গাজীর হাট সকল শিক্ষক,শিক্ষিকা’র পক্ষ থেকে অভিভাবকদের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ